শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলরাউন্ডার নয়, ব্যাটার হিসেবে আইপিএলে খেলবেন অস্ট্রেলিয়ান মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মিচেল মার্শ চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেনি। শঙ্কা ছিল আইপিএলে খেলা নিয়েও। তবে টুর্নামেন্ট শুরুর আগে শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে খেলা অনুমতি পেয়েছেন মিচেল মার্শ। তবে এবার অলরাউন্ডার পরিচয়ে নয়, তিনি খেলবেন কেবল ব্যাটার হিসেবে।

পিঠের নিচের অংশের চোটের কারণে গত ৭ জানুয়ারির পর থেকে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারেননি মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে শ্রীলঙ্কা সিরিজ মিস করার পর বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকেও। - অলআউট স্পোর্টস

ফেব্রুয়ারির শুরুর দিকে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর পর্যাপ্ত বিশ্রাম নিতে বলা হয় অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ককে। বিশ্রাম কাটিয়ে সম্প্রতি ব্যাটিং অনুশীলন করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। এরই ধারাবাহিকতায় তাকে কেবল ব্যাটার হিসেবে আইপিএলে খেলার ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে খেলবেন মার্শ। গত নভেম্বরে মেগা নিলামে তাকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে তিনি ভারতে যোগ দেবেন। গত তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালসে থাকলেও চোটের কারণে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে নিয়মিত খেলতে পারেননি।

অন্যদিকে একই প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইপিএলে অংশ নিতে চোট থেকে সেরে ওঠার পথে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেননি অস্ট্রেলিয়ার এই তিন অভিজ্ঞ পেসার। এদের মধ্যে কামিন্স ও স্টার্ক গোড়ালি এবং হ্যাজেলউড নিতম্বের সমস্যায় ভুগছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়