শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউ জিল্যান্ডের দ্বিতীয় সারির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইপিএলের কারণে দলে নেই সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো তারকারা।

আগামী ১৬ মার্চ নিউ জিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে মোট সাতজন এই সিরিজের দলের জায়গা পেয়েছেন। এর আগে গত বছর এপ্রিলে পাকিস্তান সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রেসওয়েল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছেন দুই ব্যাটার ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও অলরাউন্ডার জিমি নিশাম। চোট কাটিয়ে দলে ফিরেছেন লেগ-স্পিনার ইশ সোধি ও পেসার বেন সিয়ার্স।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে শুধু প্রথম তিন ম্যাচের জন্য দলে রাখা হয়েছে কাইল জেইমিসন ও উইল ওরোর্ককে। ফিট থাকলে শেষ দুই ম্যাচ খেলবেন চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে না পারা পেসার ম্যাট হেনরি।

স্যান্টনার, রবীন্দ্র ও ফিলিপস ছাড়াও মূল দলের ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন আইপিএলের কারণে এই সিরিজের দলে নেই। আগামী ২২ মার্চ শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। অন্যদিকে এই সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কেইন উইলিয়ামসন।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৯ মার্চ দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেইমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ওরোর্ক (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়