শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দীর্ঘ ২৯ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল। এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের শেষ দিকে তথা অক্টোবরে ভারতে হবে নারীদের একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কোয়ালিফায়ার রাউন্ড আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান।

রোববার (৯ মার্চ) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে বাছাইপর্বের খেলা। প্রতিযোগিতাটির ভেন্যু নিয়ে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে গণমাধ্যমে গুঞ্জন, আয়োজকের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানই এগিয়ে রয়েছে।

নারীদের একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণ করবে ৬টি দেশ। পাকিস্তান ছাড়াও থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। দুটি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার ম্যাচগুলো হতে পারে লাহোরে। চূড়ান্ত সূচির সঙ্গেই জানা যাবে কোথায় হবে ম্যাচগুলো।

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।  পাকিস্তান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে তাদের ম্যাচগুলো হতে পারে তৃতীয় কোনও দেশে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমাধান সূত্র বের করতে গিয়ে এমনই বোঝাপড়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়