শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে কলকাতা নাইটরাইডার্সে নতুন সহকারী কোচ গিবসন

স্পোর্টস ডেস্ক : রায়ান টেন ডেসকাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন। শিরোপা জেতার পর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতা ছাড়েন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটারও। ভারতের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সহকারী হিসেবে টেন ডেসকাটকে ডেকে নেন গম্ভীর।

ভারতের সাবেক ক্রিকেটারের জায়গায় মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দায়িত্ব দেয় কলকাতা। এবার নেদারল্যান্ডসের টেন ডেসকাটের বদলি হিসেবে ওটিস গিবসনের সঙ্গে চুক্তি করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সহকারী কোচ হিসেবে গিবসনকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 
ক্রিকেটার হিসেবে অবসর নেয়ার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন গিবসন। ক্রিকেটার থাকাকালীনই ২০০৭ সালে ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে পুরোদমে কোচিংয়ে মনোযোগ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

গিবসনের অধীনই ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সময়ে আবারও ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। আর সাউথ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ সাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। 

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও একই ভূমিকায় কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। কয়েক বছর কাজ করার পর বাংলাদেশ ছেড়ে যান তিনি। পেস বোলিং কোচ হিসেবে বিশ্ব জুড়েই কদর আছে গিবসনের। ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের পাশাপাশি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করেছেন।

গিবসনের পাশাপাশি কলকাতার কোচিং স্টাফে আছেন ব্রাভো, চন্দ্রকান্ত প-িতরা। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। আগামী মৌসুমের উদ্বোধনী দিনেই মাঠে নামবে কলকাতা। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়