শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ডিপিএলে চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক ক্রিকেট একাডেমি

স্পোর্টস ডেস্ক : শেলটেক ক্রিকেট একাডেমি এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে।  তাতেই ৭ ম্যাচে টানা ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। শেষ ম্যাচে শেলটেক হেরে গেলে এবং মোহামেডান জিতলে দুই দলের পয়েন্টই হবে ১৪। 

সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের বিবেচনায় চ্যাম্পিয়ন্স হবে শেলটেকই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে আসর শুরু করেছিল শেলটেক। সেই জয়ই তাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছে।

রবিবার ইউল্যাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন (৩/১২) ও জান্নাতুল ফেরদৌস সুমনার (৩/৪৬) ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় খেলাঘর। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করেছে খেলাঘর। - ক্রিকফ্রেঞ্জি

দলটির কোনো ব্যাটারই ২৩ রানের বেশি করতে পারেনি। তবে তাদের একশ পার হওয়ার বড় কৃতিত্ব দিতে হবে শেলটেকের বোলারদের। তারা অতিরিক্ত রান খরচ করেছেন ২৭। আর তাতেই একশ পার করে খেলাঘর।

শেলটেকের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা নেন তিনটি করে উইকেট। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইশমা তানজিম ২৮ ও শারমিন সুলতানা ৪১ রান করলে ১ উইকেটেই ৮০ রান তুলে ফেলে দলটি।

এরপর হুট করেই ব্যাটিং ধস নামে তাদের। ১৩ রানের মধ্যে আউট হন পাঁচ ব্যাটার। যদিও শেষদিকে ফাহিমা ও সুমনা জিতিয়ে মাঠ ছাড়েন শেলটেককে। দুজনের জুটি অবিচ্ছিন্ন থাকে ২৬ রানে। ফাহিমা ১১ ও সুমনা ১২ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়