শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌতম গম্ভীর আমাদের ছেড়ে যাবে কখনো ভাবিনি: শাহরুখ খান

 স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম কয়েকটি আসরে খুব একটা সুবিধা করতে পারছিল না। ২০১১ সালে দলটির অধিনায়কের দায়িত্ব নিয়ে সেই চেহারা বদলে দেন গৌতম গম্ভীর। তবে দলকে দুইবার চ্যাম্পিয়ন বানিয়ে ২০১৭ সালে কলকাতা ছাড়েন এই ব্যাটার।

২০১৭ সালে গম্ভীরের ওই বিদায় এখনও মেনে নিতে পারেন না নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে গম্ভীরের সেই বিদায় নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শাহরুখ।  -সময়নিউজ

তিনি বলেন, আমি কখনো ভাবিনি গম্ভীর আমাদের ছেড়ে যাবে। গম্ভীরের সঙ্গে সবসময়ই একটা দুর্দান্ত সম্পর্ক ছিল। কিছু কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে বন্ধুত্বটা অনেক শক্ত হয়ে ওঠে, গম্ভীর তাদের মধ্যে একজন। তার জন্য ফেরত আসাটা (২০২৩ সালে মেন্টর হিসেবে ফেরত আসা) ছিল ঘরে ফেরার মতো। খেলোয়াড় হিসেবে কলকাতায় আর ফেরত না এলেও ২০২৩ সালে আবার মেন্টর হিসেবে ফেরত আসেন গম্ভীর। আর ফিরে এসেই দলকে আবার চ্যাম্পিয়ন বানান তিনি। তবে তাকে ছাড়া মাঝের বছরগুলো দল খুব দিশেহারা অবস্থায় ছিল বলে জানিয়েছেন শাহরুখ।

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, গৌতম যখন দলের সঙ্গে ছিল না। তখন মনে হতো, এই দল কিভাবে আবার ঘুরে দাঁড়াবে? তার বিদায়ের পর আমরা কিছুটা দিক হারিয়ে ফেলেছিলাম। একসময় উদ্বেগও বাড়তে শুরু করে। বাইরে থেকেই আপনি বুঝতে পারবেন যে সবকিছু ঠিকঠাক চলছিল না। আপনি সবসময় চাইবেন বড় পর্যায়ে কেকেআর পারফর্ম করুক। যখন এই পারফরম্যান্স দলের মান অনুযায়ী হবে না, তখন বুঝে যাবেন যে কিছু পরিবর্তন করতে হবে।

কলকাতায় গম্ভীরের প্রত্যাবর্তন নিয়েও মজার স্মৃতি স্মরণ করেছেন শাহরুখ, 'যখনই আমি শুনেছি গৌতম ফেরত আসছে, আমার মনে আছে আমি টুইট করেছিলাম যে গৌতমের চলে যাওয়ার পর কেকেআরের সঙ্গে ঘটা সবচেয়ে ভালো ঘটনা হলো তার ফিরে আসা।

 তবে এবারের প্রত্যাবর্তন লম্বা হয়নি গৌতমের। নতুন করে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়ে এক মৌসুমের বেশি থাকতে পারেননি তিনি। আইপিএলে দক্ষতার প্রমাণ দিয়ে গত বছর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে সেই দায়িত্বে বহাল আছেন এই কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়