শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়লেও পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইউসুফ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি পাকিস্তান। ভারত ও নিউজিল্যান্ডে বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন বাবর-রিজওয়ানরা। পুরো টুর্নামেন্টেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে তাদেরকে। ব্যাটারদের ব্যর্থতার পর ব্যাটিং কোচ শহীদ আসলামকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসলামের জায়গায় নতুন ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ইউসুফ। ২০২২ সালেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই ক্রিকেটারের। এ ছাড়া পাকিস্তানের নির্বাচক ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন ইউসুফ। 

আসলামকে সরিয়ে দেয়া হলেও অন্তর্র্বতীকালীন প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সবুজ সংকেত পেয়েছেন আকিব জাভেদ। প্রাথমিক চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করার কথা ছিল তার। তবে এখনও স্থায়ী কোচ খুঁজে না পাওয়ায় আকিবকে নিউজিল্যান্ড সফরের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে। 

কোচের পাশাপাশি স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন এনেছে পিসিবি। সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সালমান আলী আঘাকে। এ ছাড়া লম্বা সময় পর জাতীয় দলে ফিরিয়ে সহ-অধিনায়ক বানানো হয়েছে অলরাউন্ডার শাদাব খানকে। 

এ ছাড়া টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছে রিজওয়ান, বাবর ও নাসিস শাহর মতো তারকা ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ, আব্দুল সামাদরা। ওয়ানডেতে অবশ্য খুব বেশি পরিবর্তন আনেনি পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে বল হাতে আলো ছড়াতে না পারায় ৫০ ওভারের ক্রিকেটের দল থেকে বাদ পড়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়