শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের সদস্যরা এখন ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। দুই টেস্টের সিরিজ খেলতে ঈদুল ফিতরের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

এ তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। মূলত ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা হয়েছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩ ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ বাড়িয়ে ৫ ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ।

বাকি দুটি টেস্ট খেলতেই এবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। টেস্ট বাংলাদেশের কাছে বেশ অগ্রাধিকার পায়। তাই দুটি টেস্ট খেলার সুযোগ হারাতে চায় না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন নাফিস। সবকিছু ঠিক থাকলে একটি টেস্ট ঢাকায় ও অন্য একটি টেস্ট চট্টগ্রাম বা সিলেটে খেলবে বাংলাদেশ। এমনটাই আশা প্রকাশ করেছেন বিসিবির এই কর্মকর্তা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফিস বলেছেন, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম। আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।

ডিপিএলে প্রতি রাউন্ডেই খেলা রয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এই কথা ভেবেই একটি টেস্ট ঢাকাও ও অন্যটি অন্য কোনো ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যাপারে বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছেও পরামর্শ চাওয়া হয়েছে। তারা নিশ্চয়তা দিলেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়