শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অভিনয় করছেন ভারতীয় সিনেমা ‘রবিনহুড এ’ 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। দীর্ঘদিন ধরে তেলেগু সিনেমার সঙ্গে তার সংযুক্তির গুঞ্জন থাকলেও এবার তা সত্যি হতে চলেছে। তিনি অভিনয় করবেন তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ।

‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না। তবে এবার ওয়ার্নারকে দেখা যাবে ‘রবিনহুড’ সিনেমায়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নিতিন। সিনেমাটির প্রযোজক রবি শংকর নিশ্চিত করেছেন ওয়ার্নারের অভিনয়ের বিষয়টি। ওয়ার্নারের চরিত্রটি হবে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নেন। - ইকোনমিক টাইমস

আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তার নেতৃত্বেই হায়দরাবাদ জিতেছিল একমাত্র আইপিএল শিরোপা। এখন দল পরিবর্তন করলেও ওয়ার্নার হায়দরাবাদে বেশ জনপ্রিয়। বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা যায় এবং এমনকি খ্যাতিমান নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

ওয়ার্নারের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই প্রযোজনা প্রতিষ্ঠান তাকে ‘রবিনহুড’ সিনেমায় যুক্ত করেছে বলে মনে করা হচ্ছে। তার এই অভিষেক ভক্তদের জন্য চমক হয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ জানিয়েছে, গোপন তথ্য ফাস করে দেয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমা চেয়েছেন প্রযোজক রবি শংকর। - চ্যানেল২৪

ওয়ার্নারের সিনেমায় যুক্ত হওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক ভক্ত লিখেছেন, ‘ভারতীয় সিনেমায় স্বাগতম।’ আরেকজন লিখেছেন, ‘নতুনরূপে ওয়ার্নার।’ ‘রবিনহুড’ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়