শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ইমিগ্রেশন পুলিশের এএসপি প্রত্যাহার, আরও দুজন সাময়িক বরখাস্ত ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর

স্পোর্টস ডেস্ক : পর পর দুই ম্যাচ হেরে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আড়াইশ রানও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আইসিসির আসরগুলোতে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ হিসেবে অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যর্থতাকেই দেখছেন ওয়াসিম জাফর। এবারের ব্যর্থতার পেছনে ভারতের সাবেক এই ব্যাটারের কাঠগড়ায় আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াইয়ে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে দলকে আরও ফেলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার, যা দেখে ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করেছিলেন। অলআউট স্পোর্টস

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে জাফর বলেন, শুধু ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানকে ব্যতিক্রম হিসেবে দেখা গেছে, যেখানে তিনি অসাধারণ খেলেছিলেন। কিন্তু আমি জানি না চাপ তাদের কাবু করে ফেলে, নাকি তারা নিজেরাই বেশি চাপ নিয়ে নেয়। তারা আসলে নিজেদের মেলে ধরতে পারে না।

অবশ্য আইসিসির আসরগুলোতে মাহমুদউল্লাহর দুর্দান্ত পারফরম্যান্সও আছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকান তিনি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়ে দলকে সেমি-ফাইনালে তুলতে ভূমিকা রাখেন। তবে এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার চোটের কারণে খেলতে পারেননি।

টুর্নামেন্টে দলের টিকে থাকার লড়াইয়ে মুশফিক-মাহমুদউল্লাহর পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ হাজারের বেশি রান করা জাফর বলেন, এমনকি আজকে শট নির্বাচন সত্যিই হতাশাজনক ছিল।

মুশফিক এমন শট খেলল, মাহমুদউল্লাহ অপ্রয়োজনীয় শট খেলল। অথচ এটি ছিল মাস্ট-উইন ম্যাচ। এ ধরনের ম্যাচে আপনি চাইবেন তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে, পারফর্ম করে দলের জন্য দাঁড়াতে। দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে আমরা বারবার একই চিত্র দেখছি।

২৭ ওভারের ভেতর ৫ উইকেট হারায় বাংলাদেশ। ফলে বড় সংগ্রহের আর দাঁড় করানো যায়নি। জাফরের মতে, ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করলে রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ আরও ৫০-৬০ রান বেশি তুলতে পারত। 

এই উইকেটে তারা সহজেই তিনশ’র বেশি রান করতে পারত। নিজেদের ভুলের জন্যই তারা হেরেছে। বোলিং ইউনিটের কাছ থেকে তো প্রত্যাশা করা যায় না যে, তারা নিউ জিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়