শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

১৭ ফেব্রুয়ারি কাতার ওপেন, চোট কাটিয়ে ফিরছেন নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : চোটের জন্য গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি। নিজের ১০০তম এটিপি শিরোপা জেতার অপেক্ষায় বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি তিনি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জকোভিচের। ২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জকোভিচ বলেন, আমার পেশিতে এখন আর কোনো সমস্যা নেই। চোট প্রায় ১০০ শতাংশ সেরে গিয়েছে। চিকিৎসক অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন। প্রস্তুতি নিতে কোনো সমস্যা নেই। পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত।

তিনি আরও বলেন, দ্রুত সুস্থ হতে পেরেছি। টেনিস জীবনের প্রথম ১৫ বছরের তুলনায় এখন বেশি চোট পাচ্ছি। সম্ভবত বয়স বাড়ার জন্যই এত চোট লাগছে। তবে আমার শরীর এখনও আমার কথা শোনে। ভিতরে এখনও আগুন জ্বলছে। আরও সাফল্য অর্জন করতে চাই।

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জকোভিচ। জিমি কোনর্স (১০৯টি খেতাব) এবং রজার ফেদেরার (১০৩টি খেতাব) ছাড়া আর কারও নেই এই কৃতিত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়