শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। ভারতীয় আধিপত্যবাদকে আমরা ভয় পাই না।

শনিবার (১০ মে) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমরা মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা কাজ করছি। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা পাঁচ দফা প্রস্তাব দিয়েছি। আমরা আল-কোরআনের আইনের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত সমাজ চাই।

মো. তাহের বলেন, ‘ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে আমরা সেই মিসাইল ভারতে পাঠিয়ে দেব। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে কেয়ারটেকার সরকার গঠনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি। আমরা পরীক্ষিতভাবে সৎ। আমরা সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ দুর্নীতিমুক্ত।’ 

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন প্রয়োজনে পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন। আমরা ব্যর্থ হলে, কান ধরে বের করে দিতে পারবেন।

সম্মেলনে ডা. তাহের বলেন, আমরা দেশের প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করব। নারীর মর্যাদা রক্ষা করব। ইসলাম কোনো নারীর হত্যাকে অনুমোদন করে না।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘আমাদের কমিটমেন্ট থাকবে উন্নত শিক্ষা ব্যবস্থা। সবার জন্য ভাত কাপড় শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাই থাকার জন্য ঘর পাবে। ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন বাকি আছে একটি দল। সেই দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দেব। আমরা এদেশের সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করবো। আমরা নারীর মর্যাদা সমুন্নত করবো।’ 

সম্মেলনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ ও সরকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমির হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়