শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের ছোট টার্গেট তাড়ায় ব্যাটারদের ব্যর্থতায় ১৬৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে তাদের হার ৪৯ রানে। আগে ব্যাট করতে নেমে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। 

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। এছাড়াও ৩৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন দুনিথ ভেল্লালাগে। কুশল মেন্ডিস ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি।

এরপর শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন জানিথ লিয়ানাগে। ২৯ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন শন অ্যাবোট। দুটি করে উইকেট নিয়েছেন স্পেনন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান এলিস। - ডেইলি ক্রিকেট

রান তাড়ায় ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম চার ব্যাটারের মধ্যে শুধুমাত্র স্টিভেন স্মিথ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরে রান (১২)।

মারনাস লাবুশেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২৭ বলে ১৫ রান করে ফিরেছেন তিনি। এরপর চেষ্টা করেছিলেন অ্যালেক্স ক্যারি ও অ্যারন হার্ডি। তবে ক্যারির (৩৮ বলে ৪১) আর হার্ডির (৩৭ বলে ৩২) অস্ট্রেলিয়ার হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

শ্রীলঙ্কার হয়ে ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মাহিশ থিকসানা। দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়