মো: সোহেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আদালতের মালখানায় লুটপাটের মামলায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমানের ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম রিমাণ্ড মঞ্জুর করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মতিউর রহমান বলেন, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মোখলেসুর রহমানকে। এরপর বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ আগস্ট আদালতের মালখানায় হামলা ও লুটপাটের মামলায় রিমাণ্ড চাওয়া হয়। আদালত তার ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। বুধবার থেকেই তার রিমাণ্ড শুরু হবে। রিমাণ্ডে মোখলেসুর রহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।
ওসি আরও বলেন, ৫ আগস্ট আদালত এলাকায় মালখানায় হামলা ও লুটপাট হয়। ওই ঘটনায় আদালত পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।