শিরোনাম
◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বিপিএলে বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে বদনাম হয়েছে দুর্বার রাজশাহীর। বলতে গেলে বিপিএলের অনেকটা অংশজুড়েই ছিল তাদের দেশি ক্রিকেটারসহ বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি। তবে একাদশ আসর শেষ হতেই ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকসহ অন্যান্য বিষয়গুলো দেখভাল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফ থেকে জানানো হয়, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারদের আর্থিক ও লজিস্টিক্যাল বিষয়গুলোর দায়িত্ব নেবে বিসিবি। অলআউট স্পোর্টস

মূলত এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার দেশে বিদেশে যে সমালোচনার ঝড় উঠেছে, ভবিষ্যতে তা এড়াতে এই উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে।

প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব এখন থেকে বিসিবি দেখভাল করবে।

এছাড়া সার্বিক লজিস্টিক্যাল সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় এখন থেকে বোর্ডের তত্ত্বাবধানে করা হবে।

সবশেষে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করার কথা জানায় বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে আরও কঠোর আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।

গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি। এমনকি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে দলটির বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট না মেলায় দিনভর হোটেলে আটকে থাকতে হয় খেলোয়াড়দের। বকেয়া পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রামে একবার অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। এরপর ঢাকায় এক ম্যাচ বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়