শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের শেষ চারের লড়াই শুরু হচ্ছে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে। বিপিএলে মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্কই ছিল বেশি আলোচনায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনা, খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু, এমনকি ফিক্সিং বিতর্কও ছায়া ফেলেছে আসরের ওপর। এর ফলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

পারিশ্রমিক বিতর্কের রেশ না কাটতেই ফিক্সিংয়ের অভিযোগ নতুন করে উত্তপ্ত করেছে দেশের ক্রিকেটাঙ্গন। এই পরিস্থিতিতে বিসিবি কার্যালয়ে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অনেক কিছুতে সমন্বয় ঠিকমতো হয়নি। এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদ) একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা খুঁজে দেখবে ভুল কোথায় হয়েছে। তিনি আরও যোগ করেন, এবারের বিপিএলে আমাদের শেখার ছিল অনেক, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। - চ্যানে২৪

বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় মালিকের সঙ্গে আলোচনা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তাকে পারিশ্রমিক পরিশোধের জন্য বলেছি। যদি তিনি সময়মতো না দেন, তবে আমরা আইনি ব্যবস্থা নেব। 

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন যে, এবারের বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি যাচাইবাছাই না করাই বড় ভুল ছিল। তিনি বলেন, রাজশাহী যা করেছে, তাতেই পুরো টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এখানে আমাদেরও দায় আছে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে আরও সতর্ক হতে হবে। 

ভবিষ্যতে পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা বুঝতে পেরেছি এবারের চ্যালেঞ্জগুলো কী ছিল। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে পুরো টুর্নামেন্ট পরিচালনার পরিকল্পনা করছি। যদি পাঁচ দলেরও হয়, তবু আমরা নিশ্চিত করব যেন বিপিএল লাভজনক হয়। তিনি আরও বলেন, ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, মাঠে ভালো খেলা হয়েছে, এই ইতিবাচক দিকগুলোও সামনে আনতে হবে। 

বিপিএলের এবারের আসর নানা বিতর্কের জন্ম দিলেও বিসিবি কর্তৃপক্ষ পরবর্তী আসরগুলো আরও পরিকল্পিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে বিপিএল কতটা পরিচ্ছন্নভাবে আয়োজন করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়