শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ছাড়া বাংলাদেশের নাম কোথাও পাওয়া যাবে না : ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশের নাম কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া। সম্প্রতি আইসিসির বর্ষসেরা তিন ফরম্যাটের দলে বাংলাদেশি কোনো ক্রিকেটার না থাকা প্রসঙ্গে এমনটাই বলেছেন ভারতের সাবেক এ ক্রিকেটার ও বিশ্লেষক।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব। লম্বা সময় ধরে তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হিসেবে ছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে সা¤প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে সাকিব যেন অতীত। নানা কারণে জাতীয় দলের বাইরে দেশের সবচেয়ে বড় এ তারকা। - ডেইলি ক্রিকেট

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না।

আরও যোগ করেন, ‘একাদশে কেউ নেই। আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে নেই, দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে- তাদের শুধু পতনই হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।

আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব। এর আগে তাকে ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা) বলেও মন্তব্য করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়