শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহর শততম গোল, ইংলিশ লিগে জয় পেলো লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক :  মোহাম্মদ সালাহ’র শততম গোলের মাইলফলক। আর এই মাইলফলকের দিনে জয় পেলো তার দল লিভারপুল। ইংলিশ লিগের ম্যাচে নিজ নিজ খেলায় জয়ের দেখা পেলো আর্সেনাল ও নিউক্যাসেল ইউনাইটেড। এছাড়া জয় নিয়ে মাঠ ছেড়েছে এভারটন ও বোর্নমাউথ। ক্লাবের হয়ে এনফিল্ডের মাঠে সেঞ্চুরি গোলের মাইলফলকে পৌঁছেছেন সালাহ।

শনিবার (২৫ জানুয়ারি) ঘরের মাঠ এনফিল্ডে রেলিগেশন অঞ্চলে থাকা ইপসউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন কোডি গ্যাকপো। দলের পক্ষে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সবোসলাই। চলতি মৌসুমে লিগে এ নিয়ে ১৯তম গোল করলেন সালাহ, এনফিল্ডে লিভারপুলের হয়ে সালাহর শততম গোল এটি।

লিগের অন্য ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। দলের হয়ে গোল করেন রিকার্দো কালাফিওরি। অপরদিকে, সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।

এছাআ বোর্নমাউথের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছে তিনে থাকা নটিংহ্যাম ফরেস্ট। এভারটন জিতেছে ১-০ গোলে।
এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে লিভারপুল, ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট, ৪১ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়