শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে বাকি দুটি দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। 

সিরিজটি ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে।

একদিন পর ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে কিউইরা। প্রথম ম্যাচের ভেন্যুতেই হবে এটিও। ১২ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ম্যাচটি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

সিরিজের সূচি:
৮ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর 

১০ ফেব্রুয়ারি- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর 

১২ ফেব্রুয়ারি- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

১৪ ফেব্রুয়ারি- ফাইনাল, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়