শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কট করলে সমস্যার সমাধান হবে না: জস বাটলার 

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের নির্ধারিত ম্যাচ বয়কট করার জন্য দেশটির ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়েছিলেন একদল ব্রিটিশ রাজনীতিবিদ। অবশ্য সে ডাকে সাড়া দেয়নি ইসিবি। এবার আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের বিপক্ষে অবস্থান নিয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের মতে, আফগানদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ বয়কট সমস্যা সমাধানের কোনো পথ হতে পারে না।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের শাসনভার নেওয়ার পর থেকে দেশটিতে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পুরোপুরি বন্ধ আছে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণও। এরই প্রেক্ষিতে চলতি মাসের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে ১৬০ রাজনীতিবিদদের স্বাক্ষরিত একটি চিঠি ইসিবিকে দেন লেবার পার্টির এক এমপি।

কলকাতায় ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনেও উঠে আসে বিষয়টি। সেখানে বাটলার জানান, আফগান শিশু ও নারীদের ওপর তালেবান শাসনের বিরূপ প্রভাব নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করেছেন তিনি।

খেলোয়াড় হিসেবে যতটা সম্ভব এই ধরনের রাজনৈতিক অবস্থার খোঁজখবর রাখার চেষ্টা করতে হয়। বিশেষজ্ঞরা এর চেয়ে আরও বেশি জানে। আমি চেষ্টা করছি রব কি (ইংল্যান্ডের ছেলের দলের মহাপরিচালক) এবং উপরের অন্যদের সঙ্গে কথা বলে ব্যাপারটি বোঝার জন্য যে, তারা এটিকে কীভাবে দেখেন। আমার মনে হয় না, ম্যাচ বর্জন করা এটির পথে কোনো সমাধান।”

এর আগে ২০০৩ বিশ্বকাপের সময় রবার্ট মুগাবের শাসনামলে জিম্বাবুয়েতে গিয়ে ম্যাচ না খেলার চাপ ছিল ইংল্যান্ড দলের ওপর। শেষ পর্যন্ত জিম্বাবুয়েতে না গিয়ে ম্যাচটি ছেড়ে দেয় নাসের হুসেইনের নেতৃত্বাধীন দল। সম্ভাব্য দুটি পয়েন্ট ছেড়ে দেওয়ায় শেষ পর্যন্ত সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয় দলটি।

তবে এবার বিষয়টি নিয়ে খুব একটা চাপ নেই বলে জানান বাটলার। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার পক্ষে তিনি।
খেলোয়াড় হিসেবে, কেউই চায় না খেলাধুলায় রাজনৈতিক প্রভাব পড়ুক। আমাদের স্রেফ আশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব, ম্যাচটি খেলব এবং ভালো একটি টুর্নামেন্ট কাটাব। আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়