শিরোনাম
◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:২৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা টানা তৃতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে । দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এবারের শিরোপা লড়াইয়ে সমর্থকরা উপভোগ করবেন বলে মনে করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় সেমি-ফাইনালে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর লক্ষ্যভেদে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। আগের দিন শেষ চারের প্রথম লড়াইয়ে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। - অলআউট স্পোর্টস

রোববার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে দুই দলের শিরোপা লড়াইটি হতে যাচ্ছে এবারের মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। এই ম্যাচ জিতলে বার্সেলোনার সমান রেকর্ড ১৪তম সুপার কাপের শিরোপা ঘরে তুলবে রিয়াল। গত বছরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল আনচেলত্তির দল। অন্যদিকে ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।

ম্যাচ শেষে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোয় রিয়াল-বার্সেলোনার লড়াইকে স্মরণ করিয়ে আনচেলত্তি বলেন, “ক্লাসিকো ইদানীং অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেছে। গত বছর সুপার কাপে আমরা সহজে ৪-১ ব্যবধানে জিতেছিলাম। আবার বার্সেলোনার মাঠে আমরা দু'বার ৪-০ ব্যবধানে জিতেছি, কিন্তু তারা আমাদের বের্নাবেউতে ৪-০ গোলে হারিয়েছে।” 

কী ধরনের ম্যাচ হতে পারে তা বলা কঠিন। তবে এটা উপভোগ্য হবে, কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে। আমাদের লক্ষ্য থাকবে স্পষ্টতই বার্সেলোনার চেয়ে ভালো খেলা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়