শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:২৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল 

স্পোর্টস ডেস্ক: আগের দিনই ম্যাচের ভাগ্য ব্যাটারদের আগ্রাসনে অনেকটাই ঠিক করে রেখেছিল ইংল্যান্ড। তৃতীয় দিন সকালে জো রুটের সেঞ্চুরির পর তারা ইনিংস ঘোষণা করলে পাহাড়সম লক্ষ্য পায় নিউজিল্যান্ড। পেসারদের দাপটে সহজেই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে ইংলিশরা। দ্বিতীয় দল হিসেবে টেস্টে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। একই সঙ্গে প্রায় ১৭ বছর পর নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বেন স্টোকসের দল।

রোববার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডকে ৩২৩ রানে হারায় ইংল্যান্ড। ৫৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা অলআউট হয় ২৫৯ রানে। এর আগে রুটের ৩৬তম সেঞ্চুরির পর ৬ উইকেটে ৪২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা।- অলআউট স্পোর্টস

নিজেদের ১ হাজার ৮২তম টেস্টে এসে ৪০০তম জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সবার আগে এই মাইলফলক স্পর্শ করে অস্ট্রেলিয়া। ২০২২ সালের জুনে শ্রীলঙ্কাকে হারিয়ে এই কীর্তি গড়েছিল তারা। ৮৬৮ টেস্টে এখন পর্যন্ত তাদের জয় ৪১৫টি।

অন্যদিকে ২০০৮ সালের মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ড এবারের সফরের আগে দেশটিতে চারটি টেস্ট সিরিজের কোনোটিতে জিততে পারেনি। সেবার তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল মাইকেল ভনের দল।

বেসিন রিজার্ভে ৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা ব্যাট করে ৬ ওভার ৩ বল। ৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা রুট সেঞ্চুরি তুলে নেন ১২৭ বলে। উইল ও’রোর্ককে রিভার্স-র‌্যাম্প শটে চার মেরে রাহুল দ্রাবিড়ের পাশে নাম লেখান এই ইংলিশ তারকা ব্যাটার। ৩৬ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ শতকের মালিক এই দুই ক্রিকেটার।

১০৬ রান করে রুট আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্টোকস। সে সময় ইংলিশ অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৯ রানে।

রান তাড়ায় শুরুতেই ডেভন কনওয়ে (০) ও কেইন উইলিয়ামসনের (৪) উইকেট তুলে নেন ক্রিস ওকস। টম ল্যাথাম কিছুটা প্রতিরোধ গড়লেও ব্রাইডন কার্সের দারুণ এক ফিরতি ক্যাচে ফেরেন ব্যক্তিগত ২৪ রানে।

রাচিন রবীন্দ্রও (৬) দ্রুত ফিরলে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা। এরপর ক্রিজে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন টম ব্লান্ডেল। তাকে কিছুটা সময় সঙ্গ দেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি।

৩২ রান করা মিচেলকে ফেরান প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা গাস অ্যাটকিনসন। আর ১৬ রান করা ফিলিপসকে বোল্ড করেন শোয়েব বশির। এর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯৬ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ব্লান্ডেল। শেষ পর্যন্ত ১০২ বলে ১৩ চার ও ৫ ছক্কায় এই উইকেটকিপার-ব্যাটার থামেন ১১৫ রানে।

প্রথম ইনিংসে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দুর্দান্ত শতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচ সেরা। আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হ্যামিলটনে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়