শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে সাকিব খেলবেন, আশাবাদী চিটাগং কিংস কর্ণধার

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে বিক্ষোভের মুখে দেশেই ফিরতে পারেননি তিনি। এরপর তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ দল।

এমনকি ওয়ানডে দলেও তাকে রাখা হয়নি। ফলে সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ড্রাফটের আগেই সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে দলে নিয়েছিল চিটাগং কিংস। তবে সাকিবকে পাওয়া না পাওয়া নিয়ে দোলাচলে পড়ে গেছে দলটি। তবে এখনও দলটি আশাবাদী সাকিব বিপিএলে খেলতে পারবেন। ক্রিকফ্রেঞ্জি
চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরি শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

সাকিবকে নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, 'স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটা উত্তর দিতে দিতে। আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। আমার সঙ্গে কথা হয়েছে (সাকিবের)।  কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর। উনি বলেছেন এর একটিও সত্যি না। উনি এগুলো বলেনি।

সাকিবের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে তার। তবে সাকিব নিজেও নির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না এখনও। সেই ধোঁয়াশা নিয়ে সামির কাদের বলেছেন, আসার ব্যাপারে এখনও উনি কিছু বলেনি। পজিটিভও বলতে পারছি না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না। সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেনি।

সাকিব বিপিএলে না খেলতে পারলে অধিনায়কত্বের জন্য অন্য ক্রিকেটারকে বেছে নিতে হবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটিকে। সেই সঙ্গে বাঁহাতি একজন স্পিনারও খুঁজতে হবে তাদের। সেক্ষেত্রে দেশি কাউকে দিয়েই সেই শূন্যতা পূরণের আশায় চিটাগং কিংসের কর্ণধারের।

তিনি বলেছেন, 'সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব। সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাঁহাতি স্পিনার কম পড়ে যাবে। আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়