শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

নিজস্ব প্রতিবেদক: তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কা সফরে গেলো। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে দলটি শ্রীলঙ্কায় রওনা হয়। এবারের স্কোয়াডে আছেন তিন লেগ স্পিনার।
১৬ সদস্যের মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। সাত বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে তিন অলরাউন্ডার ও ছয় বোলার আছে বাংলাদেশের এই দলে। এদের মাঝে তিন লেগ স্পিনার হলেন- ইমরান হোসেন, রকিবুল হোসেন ও মাহির ইশমাম চৌধুরী।

এবারের এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। কোচিং প্যানেলে তাকে সঙ্গ দেবেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন।

৫০ ওভারের সিরিজটি শুরু হবে ২৪ নভেম্বর। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। তিন দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়