শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৬:৪১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম আইপিএল নিলামে থাকলেও দল পাবেন কয়জন?

স্পোর্টস ডেস্ক: প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একাধিক ক্রিকেটারের নাম রয়েছে আইপিএলের নিলামে। মোহম্মদ মুস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানরা তো আছেনই নাহিদ রানা-রিশাদ হোসেনরা তালিকায় থাকায় দেশের ক্রিকেটে তা নিয়ে চলছে আলোচনা। প্রতিবার একাধিক ক্রিকেটারের নাম আইপিএলের নিলামের তালিকায় থাকলেও নিয়মিত দল পান সাকিব ও মুস্তাফিজুর রহমান। মাঝে একবার কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। অনেকের নাম তো তালিকায় থাকার পরও নিলামেই ওঠেনি। তাই ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, এবার বাংলাদেশ থেকে দল পাবেন কতজন। -ডেইলি ক্রিকেট

২০২১ সালের পর থেকে আইপিএলে খেলেননি সাকিব। ২০২২ সালে দল পেলেও খেলা হয়নি। আর গত বছরে তো টাইগার অলরাউন্ডার দলই পাননি। অবশ্য পুরো সিজনের জন্য সাকিব এভেইলেবলও ছিলেন না। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন টাইগার অলরাউন্ডার। যার কারণে তাকে আইপিএলের কোনো দল নিলে পুরো সিজনের জন্যই পাবে। তবে সাকিবের দল পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যার অন্যতম কারণ, তার সাম্প্রতিক ফর্ম।

আইপিএলে সব মিলিয়ে সাকিব ম্যাচ খেলেছেন ৭১টি। ৭১ ম্যাচের ক্যারিয়ারে ১৯.৮৩ গড়ে ৭৯৩ রান করার পাশাপাশি ৬৩ উইকেট নিয়েছেন, সাকিব নামটার সঙ্গে যা বেমানানই বলতে হবে।

আইপিএলে গত কয়েক সিজনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন টাইগার এ পেসার। তবে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই এবারও নিলামে উঠবে মুস্তাফিজের নাম। বাংলাদেশ থেকে যে কয়জন নিলামে উঠবেন তাদের মধ্যে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

গত দুই সিজনে সুযোগ পেলেও খেলতে পারেননি তাসকিন। একই কথা বলা যায় শরীফুলের ক্ষেত্রেও। কিছুদিন আগে টাইগার এ পেসার নিজেই জানিয়েছিলেন সুযোগ পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। এবারের আইপিএলে দুই টাইগার পেসারের দল পাওয়ার ভালো সম্ভাবনা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই গতি দিয়ে আলোচনায় নাহিদ রানা। ভারত সিরিজেও রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভালোই পরীক্ষা নিয়েছিলেন তরুণ এ পেসার। নিলামে ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন নাহিদ। তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও দেখাতে পারে।

গত বিশ্বকাপে দুর্দান্ত পারফমরম্যান্স করার পর থেকেই আলোচনায় রিশাদ হোসেন। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি, বিগব্যাশ, টি-টেনের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও ইতিমধ্যে সুযোগ পেয়েছেন তরুণ এ স্পিনার। আইপিএলেও তার দল পাওয়ার ভালো সম্ভাবনা আছে। লেগ স্পিনারদের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বিশেষ দূর্বলতা থাকায় রিশাদের দল পাওয়ার সম্ভাবনা আছে।

এছড়াও নিলামের তালিকায় আছেন তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, লিটন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ। যাদের মধ্যে তানজিম সাকিবের প্রতি দলগুলো আগ্রহ দেখালেও দেখাতে পারে। বাকিদের দল পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়