শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: হার-জিৎ হয়নি দুই দিনের ম্যাচে। তবে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে ভালোই ম্যাচ প্র্যাকটিস হলো বাংলাদেশের বোলারদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে শেষ দিনে দারুণ করেছেন তারা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দিনে খেলা হয়েছে মাত্র ২৫.৪ ওভার। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিকে শেষ হয় ম্যাচ। বাংলাদেশ অবশ্য জেতেনি, ওয়েস্ট ইন্ডিয়ানরা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

ফল অবশ্য এই ম্যাচের মুখ্য বিষয় ছিল না, ছিল ম্যাচ পরিস্থিতির অনুশীলন। আগের দিন ব্যাটসম্যানরা সেই কাজটা ভালোই করেছেন। কাল সেটি করলেন বোলাররা। পরশু ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা কাল ২৫.৪ ওভার বল করে পেয়ে যান আরও ৮ উইকেট।

পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকম্যান হাসান মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেওয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান। - ক্রিকফ্রেঞ্জি

মুরাদের প্রথম শিকার ড্যানিয়েল বেকফোর্ড হয়েছেন এলবিডব্লু। এরপর নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সর্বশেষ এশিয়াডে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মুরাদ।

৮৭ রানে দাঁড়িয়ে মুরাদকে ৩ উইকেট দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান নির্বাচিত একাদশ ষষ্ঠ উইকেটটিও হারিয়েছে ৮৭ রানেই। ২০ রান করা ব্যাটসম্যান জাস্টিন গ্রিভসকে মাহমুদুল হাসানের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। ১ ওভার বোলিং করা মিরাজ ওই ওভারে কোনো রান দেননি।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অন্য ৫টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। হাসান মাহমুদ ৬ ওভারে ১৫ রানে ও তাসকিন ৫ ওভারে ২১ রানে নিয়েছেন ২টি করে উইকেট। শরীফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে নিয়েছেন ১ উইকেট। নাহিদ রানা ৭ ওভারে ২৮ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাইজুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়