শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ইমিগ্রেশন পুলিশের এএসপি প্রত্যাহার, আরও দুজন সাময়িক বরখাস্ত ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে প্রস্তুতি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল সে দেশের সফরে রয়েছে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না টিম টাইগার্স। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। সব মিলিয়ে জাকির হাসান-সাদমান ইসলামদের নিয়ে গড়া দলটি বেশ অনভিজ্ঞ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক। যার কারণে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারেননি। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। একই সিরিজে কুঁচকির চোটে পড়েন শান্ত। তাকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে চোটের কারণে শান্ত ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।

২০২২ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুটি টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল টাইগাররা। তিন ফরম্যাটেই ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়