শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো জুনিয়র ক্রিকেটারকে হিরো কিংবা ভিলেন বানাবেন না, সাংবাদিকদের প্রতি সালাউদ্দীনের অনুরোধ

স্পোর্টস ডেস্ক: জাকের আলী অনিক ওয়ানডে ক্রিকেটের অভিষেকেই আলো কেড়েছেন। উইকেট কিপার এ ব্যাটার টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক ম্যাচেও খেলেছেন দারুণ। জাকেরের এমন পারফরম্যান্সে আলোচনা হচ্ছে বেশ। মাঝে তাকে নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তবে কাউকে এতো তাড়াতাড়ি হিরো কিংবা ভিলেন না বানাতে অনুরোধ করেছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন।

 রোবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সালাউদ্দীন বলেন, দেখুন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো আপনারা কেউ কাউকে তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেন বানাইয়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, অনেক পারফর্ম করেই কিন্তু দলে আসে। সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকের হয়তো লেগে যায় সফল হতে। 

আবার অনেকেই হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে ফেলেন তারপরে দেখেন ২ ম্যাচে রান করেনি তখন আবার ভিলেন বানিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানাইয়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানাইয়েন না। ছেলেদেরকে একটু সময় দেন, বিশেষ করে নতুন খেলোয়াড় যারা আছে তাদেরকে একটু সময় দেন।

এর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রশ্নে অনাগ্রহ দেখিয়েছেন সালাউদ্দিন। এবার কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন? এর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি সব সময় বলেছি, আমাকে একটু সময় দিতে হবে। আমি আসতে চাইনি, তা নয়। কারণ, আমি দু-তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। সেটা তো আমি একেবারে ফেলে আসতে পারব না। যেহেতু ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকে শুরু হয়েছে, তিন মাস আগে থেকে কথা চলছিল, এর মধ্যে আমি এগুলো সেটল করতে পেরেছি বলে আসতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়