শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতে বেন স্টোকস ও জস বাটলার

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করেছেন ইংল্যান্ডের টেস্ট ও সীমিত ওভারের দুই অধিনায়ক বেন স্টোকস ও জস বাটলার।

এর মধ্যে এক ঝাঁক ক্রিকেটার প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জেমি স্মিথ, উইল জ্যাকস, শোয়েব বশির, ফিল সল্ট ও ওলি স্টোন। কেন্দ্রীয় চুক্তির তালিকায় মোট ২৯জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

এর মধ্যে ৭ জনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইসিবি। ১৯ জনকে রাখা হয়েছে ১ বছরের চুক্তিতে। আর ডেভলপমেন্ট চুক্তিতে জায়গা পেয়েছেন ৩ জন। কদিন আগে থেকেই গুঞ্জন ছিল বেশ কয়েকজন ক্রিকেটারকে একাধিক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিতে পারে ইসিবি।

এবার তাই হয়েছে। নতুন ক্রিকেটারদের মধ্যে দুই বছরের চুক্তিতে থাকছেন শুধু স্মিথ। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার। এর বাইরে গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক ও মার্ক উডের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকাটাও বেশ বড়।

এর মধ্যে আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও। মঈন আলী, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, ডেভিড মালান, অলি রবিনসন, ম্যাথু ফিশার ও সাকিব মাহমুদ চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে অ্যান্ডারসন, মঈন ও মালান অবসর নেয়ায় তাদের রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে।

ইংল্যান্ডের ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা:
২ বছরের চুক্তি: গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস ও মার্ক উড।
১ বছরের চুক্তি: রেহান আহমেদ, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, জশ টাং, রিস টপলি ও ক্রিস ওকস।

ডেভেলপমেন্ট চুক্তি: জ্যাকব বেথেল, জশ হাল ও জন টার্নার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়