শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪৯ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের প্রথম ইনিংস, ৩০৮ রানে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: প্রথমে ভারতের ওপর দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। এরপর নাজমুল হোসেন শান্তর দলের কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন স্বাগতিক পেসাররা। যশপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের তোপের সামনে প্রতিরোধই গড়তে পারলেন না কেউই। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৪৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন তাসকিন আহমেদের কল্যাণে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। এরপর বাংলাদেশের ইনিংসের স্থায়ীত্ব ছিল ৪৭ ওভার ১ বল। স্বাগতিকরা এগিয়ে থাকে ২২৭ রানে। তবে সফরকারীদের ফলো-অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তারা ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে দিন শেষে ৩০৮ রানের লিড পায়। এই লিগ নিয়ে শনিবার ভারত তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবে।- অলআউট স্পোর্টস
চা বিরতির পর ৩৭ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় বাংলাদেশ। ১১ রান করে ফেরেন শেষ দুই ব্যাটার তাসকিন ও নাহিদ রানা। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৭ রানে।

এর আগে ইনিংসের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতি যায় বাংলাদেশ। প্রথম ওভারেই যশপ্রীত বুমরাহর দারুণ এক ইনসুইং ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ২ রান করা সাদমান ইসলাম।

এরপর সেশনের শেষ ওভারে জোড়া আঘাত হানেন আকাশ দীপ। নবম ওভারের প্রথম বলেই উপড়ে ফেলেন জাকিরের (৩) মিডল স্টাম্প। পরের বলে বোল্ড হন মুমিনুল হকও। অভিজ্ঞ এই ব্যাটারের পেছনে প্যাডে লেগে বল লাগে অফ স্টাম্পে।

২২ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন শান্ত। কিন্তু ব্যক্তিগত ২০ রানে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ সিরাজের শিকার হয়ে সাজঘরে ফিরলে আবারও চাপে পরে টাইগাররা। পরের ওভারে বুমরাহর শিকার হয়ে ফেরেন মুশফিক (৮)। এই দুই ব্যাটারই আউট হন দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে।

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু ৫১ রানের জুটি গড়ার পর দুই ওভারের ব্যবধানে দুজনকেই ফেরান রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এই স্পিনারের বলে সুইপ শট খেলতে গিয়ে ব্যাটের উপরের দিকে লেগে লং লেগে ধ্রুব জুরেলের তালুবন্দী হন ২২ রান করা লিটন।

৩২ রান করা সাকিব আউট হন রিভার্স সুইপ খেলতে গিয়ে। জাদেজার পরের ওভারে ব্যাটের নিচের অংশে লেগে জুতায় লেগে ক্যাচ ধরেন রিশাভ পান্ত। এরপর টেইলএন্ডারদের নিয়ে ফলো-অন এড়ানোর চেষ্টা করলেও সফল হননি মিরাজ।

১১ ওভারে ৫০ রান দেওয়া বুমরাহর শিকার ৪ উইকেট। দুটি করে উইকেট নেন সিরাজ, আকাশ ও জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়