শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার অনেক বড় প্রত্যাশা নিয়ে ভারত সফরে গেলো টাইগার ক্রিকেটাররা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজের প্রথমটি। এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড গড়তে পারে বাংলাদেশ-ভারতের খেলোয়াড়েরা। যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ও ভারতের ৩ জন করে ক্রিকেটার। বাংলাদেশের হয়ে রয়েছেন- মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম আর ভারতের হয়ে রয়েছেন বিরাট কোহলি, কুলদ্বীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক হতে মুশফিকুর রহিমের প্রয়োজন মাত্র ৯ রান। বর্তমানে শীর্ষে থাকা তামিমের রান সংখ্যা ১৫ হাজার ১৯২ এবং মুশফিকুর রহিমের রান ১৫ হাজার ১৮৪। 
ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে ১৩ টেস্ট খেলে একবারও জয় পায়নি টিম টাইগার্স। এবার এক ম্যাচে জয় পেলে টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ১৩তম বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনার কুলদ্বীপ যাদব। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৬ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৪টি। 
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিবের পর টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের প্রয়োজন আর ৫ উইকেট। 

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে ৪র্থ বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৭ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৩টি। তার আগে রয়েছেন সাকিব, মাশরাফি ও মোস্তাফিজ।

টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ৭ম বোলার হিসেবে ৩০০ উইকেটে কীর্তির সামনে দাঁড়িয়ে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এ কীর্তি গড়তে তার প্রয়োজন আর ৬ উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৯৪টি। 

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ২৭ হাজার রান করার দ্বারপ্রান্তে ভারতের বিরাট কোহলি। এ কীর্তি গড়তে তার দরকার মাত্র ৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই এই কীর্তি গড়তে পারেন তিনি। বর্তমানে কোহলির রান সংখ্যা ২৬ হাজার ৯৪২। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংখ্যায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়