শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের পরিকল্পনা কাজ করেনি: হারমানপ্রিত কাউর

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ভারতের নারী ক্রিকেট দলের। ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আট আসরে সাতবার তারা শিরোপা জয় করেছে। এবারের আসরেও তারা ছিল ফেভারিট। কিন্তু ফাইনালে তাদের চমকে দিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে দলটি।

ম্যাচে ভারত আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে তাদের সংগ্রহকে টপকে যায়। ভালো একটা সংগ্রহের পরও এমন হারের জন্য ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর নিজেদের বোলিংকে দায়ী করেছেন। শুধু তাই নয, আসন্ন বিশ্বকাপে ভালো করার জন্য বোলিং বিভাগকে উন্নত করার ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার এক সাক্ষাতকারে হারমানপ্রিত কাউর বলেন, আমাদেরকে কিছু কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে এই হারের কথাও মাথায় রাখতে হবে। তারা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে এই টুর্নামেন্টের পুরোটা সময় তারা ভালো খেলা উপহার দিয়েছে।

নিজেদের বোলিং পরিকল্পনামাফিক হয়নি এমনটা উল্লেখ করে কাউর বলেন, আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। তবে কোনো সন্দেহ নেই ম্যাচে আমরা বেশ কিছু ভুল করেছি। তার মূল্যও দিতে হয়েছে।'

কাউর আরো বলেন, আমরা স্কোরবোর্ড ভালো স্কোর রেখেছিলাম। পাওয়ার প্লেতে আমরা ব্রেক থ্রুর চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের প্ল্যান কাজ করেনি। তাছাড়া শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়