মহসিন কবির: বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ ঘোষণা করার পরই বিএনপির তৃণমূলে ছড়িয়ে পড়েছে নতুন উদ্দীপনা। প্রার্থীদের ঘিরে এখন বইছে উচ্ছ্বাস, চলছে শুভেচ্ছা বিনিময়, বেড়ে গেছে প্রচার-প্রচারণা। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ব্যস্ত নগরী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে; বাড়ছে ঐক্যের আহ্বান। কেন্দ্রীয় নেতৃত্বও মাঠপর্যায়ে সবাইকে মিলেমিশে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য কাজ করার নির্দেশ দিয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার আশা নিয়ে একটি আসনে বিএনপির তিন থেকে ১০ জন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করেছেন। তাঁদের ওপর পাঁচটি জরিপ, দলীয় সাংগঠনিক টিমের মতামত এবং স্থায়ী কমিটির নেতাদের মূল্যায়ন অনুযায়ী গত সোমবার ২৩৭ আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এ অবস্থায় মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা তাৎক্ষণিক প্রকাশ্যে-অপ্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। গতকালও কোথাও কোথাও এমনটি দেখা গেছে।
এর মধ্যে গতকাল বুধবার চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে গুলি করে বিএনপি প্রার্থী চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহকে আহত করা হয়েছে। এ অবস্থায় সব বাধা এক পাশে ঠেলে একক প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেউ কেউ ঢাকা থেকে সড়ক, নৌ ও আকাশ পথে নির্বাচনী এলাকায় যাচ্ছেন; সিক্ত হচ্ছেন ফুলেল শুভেচ্ছায়। অনেক প্রার্থীই ছুটছেন বঞ্চিতদের বাড়ি কিংবা অফিসে। বুক মিলিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে বিশেষভাবে অনুরোধ করছেন। আসনভিত্তিক ইস্পাত কঠিন ঐক্য গড়তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নানা মাধ্যমে কাজ করছেন।
৬৩টি আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। এসব আসনে মনোনয়নপ্রত্যাশীরা ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচনী আমেজে তৃণমূল এখন সরগরম হয়ে উঠেছে। আমাদের সময়ের ব্যুরো অফিস, নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রাম : চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বিমানে করে চট্টগ্রাম আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনীত এই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ছুটে যান শত শত নেতাকর্মী। বিভিন্ন আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরাও ছুটে যান।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এরশাদ উল্লাহ দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। তাঁর বাসভবনে গত মঙ্গলবার সকাল থেকেই ছিল নেতাকর্মীদের ভিড়। আনোয়ারা আসনে মনোনয়ন পাওয়া সরওয়ার জামাল নিজাম আগেও দুইবার নির্বাচিত হয়েছিলেন। গত মঙ্গলবার দুপুরে তিনি চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বরণের পর নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে তাঁকে আনোয়ারার তৈলারদ্বীপে নিজ বাড়িতে নিয়ে যান।
প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নামা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গত মঙ্গলবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারও নেতাকর্মী তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করেন। গতকাল বুধবার নির্বাচনের মাঠে নেমেছেন প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া তরুণ বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীনের ছেলে। গতকাল বাদ জোহর নগরীর লালদীঘির পাড়ে প্রখ্যাত সুফি সাধক আমানত শাহ’র মাজার জিয়ারত করেন তিনি। এদিকে চট্টগ্রাম-৪ আসন থেকে আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তাঁর অনুসারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়ে দীর্ঘদিনের বৈরিতা ভুলে জেলা বিএনপি সভাপতির অফিসে ছুটে যান দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি তাঁকে স্বাগত জানান। এর আগে গত মঙ্গলবার জাতীয় নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর : দলীয় মনোনয়নপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সব ব্যস্ততা এখন আগামী নির্বাচন ঘিরে। গতকালও তিনি লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব-১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ নিয়েই ফেব্রুয়ারি মাসে আমাদের লড়তে হবে। আগেও ধানের শীষকে জিতিয়েছেন। এবারও আপনারা ধানের শীষকে জিতিয়ে আনবেন আশা করি।
কুমিল্লা : কুমিল্লা-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে যা যা করা দরকার, তার সবই করবেন বলে শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
ফরিদপুর : গতকাল দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি আয়োজিত আনন্দ র্যালি ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দল মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে। তিনি মনোনয়ন পাওয়ার পর ওই দিন রাতেই ফরিদপুর-৩ আসনের নিজ বাড়িতে আসেন এবং প্রয়াত বাবার কবর জিয়ারত করেন। পরে তিনি সদর আসনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নারায়ণগঞ্জ ও সোনারগাঁও : নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু এখনও আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেননি। তবে মনোনয়ন পাওয়ার আগে থেকেই তিনি ব্যাপক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, তিনি আগামীকাল শুক্রবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগ শুরু করবেন।
এদিকে আড়াইহাজার উপজেলাবাসী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এবং নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম আজাদ। বিশেষ বার্তায় নজরুল ইসলাম আজাদ বলেন, আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন, দলমত নির্বিশেষে আড়াইহাজারের প্রত্যেকটি মানুষ আমার আপনজন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান গত মঙ্গলবার বিকালে উপজেলার পিরোজপুর এলাকায় এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির এই প্রার্থী মনোনয়ন পাওয়ার আগে থেকে বেশ জোরেশোরে বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মো. মাসুদুজ্জামান বর্তমানে দেশের বাইরে আছেন। তবে মনোনয়ন পাওয়ার আগে থেকেই তাঁর কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
টঙ্গী : গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে মহানগরীর পূবাইলের আমির উদ্দিন মুন্সী স্কুল অ্যান্ড কলেজের মাঠে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে শিক্ষক সমাজকে আহ্বান জানান।
একই দিন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমে তাঁর বাবা গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক এমএ মান্নানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গাজীপুর-৬ আসনে বিএনপি কোনো প্রার্থীর নাম প্রকাশ করেনি। তবে এ আসনে আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির সাতজন মনোনয়নপ্রত্যাশী এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিচ্ছেন।
চাঁদপুর : জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তার বাবার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। চাঁদপুর-২ আসনে মনোনীত ড. মোহাম্মদ জালাল উদ্দিনও গত মঙ্গলবার বিকালে তার নির্বাচনী এলাকায় আসেন। তার আগমন উপলক্ষে সেদিন মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি মনোনয়ন পেয়েই কচুয়ায় এসে উজানী শাইখুল কোররা হযরত মাওলানা ক্কারী ইব্রাহিম রহ.-এর কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি গতকাল বুধবার দুপুরে ডিগ্রি কলেজ মাঠে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
হবিগঞ্জ: হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ গতকাল এক মতবিনিময় সভায় বলেন, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে, সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিতে হবে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে।
রংপুর: বিএনপির মনোনয়ন পেয়ে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর জেলার ৬ আসনের প্রার্থীরা। গত মঙ্গলবার সকালে পীরগঞ্জের বাবনপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাইফুল ইসলাম। আবু সাঈদের কবর জেয়ারত শেষে সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
গতকাল বুধবারও তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। রংপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়া উপজেলাসহ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে হাজার নেতাকর্মীসহ গণসংযোগ করেন গত মঙ্গলবার। গতকাল তিনি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আলী সরকার মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত তারাগঞ্জ ও বদরগঞ্জের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু গত মঙ্গলবার কেরামতিয়া পীর সাহেবের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এমদাদুল হক ভরসার নাম ঘোষণার পরই এলাকায় বইছে আনন্দের জোয়ার। রংপুর-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ইতোমধ্যেই মতবিনিময় সভা ও গণসংযোগ শুরু করেছেন।
কক্সবাজার: কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করলেও নেতাকর্মীরা তার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কক্সবাজার-৩ আসনে মনোনীত লুৎফুর রহমান কাজল মাঠে সমন্বয় সভাসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কক্সবাজার-৪ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনিও গণসংযোগে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-১ আসনে দল মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দোয়ার আয়োজন করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
রাঙামাটি: ২৯৯ নং সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মনোনয়ন পাওয়ার পরপরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান বাড়িয়ে দিয়েছেন তিনি। ছুটে চলছেন মাঠেঘাটে। এরই মধ্যে কাউখালী, জুরাছড়ি, কাপ্তাই, রাঙামাটি সদরসহ বিভিন্ন বৌদ্ধবিহারে কঠিন চীবর দানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার চারটি আসনে ধানের শীষের প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন; ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন তারা। তৃণমূলের নেতাকর্মীরাও উজ্জীবিত; প্রচারণায় নেমেছেন জোরেশোরে।
নড়াইল: নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এর মধ্যেই মাঠে নেমে গেছেন। তার মনোনয়নপ্রাপ্তির খবরে নেতাকর্মীরা মঙ্গলবার রাতে আনন্দ মিছিল করেন।
নাটোর: নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী জেলার যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ মনোনয়নবঞ্চিত প্রার্থী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর বাড়িতে মঙ্গলবার সকালে দেখা করতে ছুটে যান। নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল গত মঙ্গলবার বিকালে বনপাড়া বাইপাসে পৌঁছলে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা দেন।
রাজবাড়ী: বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ও দলের তরুণ নেতা ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। তিনি এর আগে থেকেই তার নির্বাচনী এলাকায় শত শত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোডাউনের পাশাপাশি জনসভা, উঠান বৈঠক, পথসভা ও জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
মাগুরা: মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে গতকাল গণসংবর্ধনা দিয়েছেন হাজারো নেতাকর্মী।
লালমনিরহাট: লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। লালমনিরহাট-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি দীর্ঘদিন ধরে জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বর্তমানে মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন।