শিরোনাম
◈ ‘অশ্লীল সাইটে’ দেখা গেল ইতালির প্রধানমন্ত্রীকে, অতঃপর... ◈ হেনস্তার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা, মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগবে 'অভিযোগ' ◈ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, শতাধিক নেতাকর্মীর পদত্যাগের হিড়িক! ◈ ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক ◈ স্টেডিয়ামে বসে বাংলাদেশের খেলা দেখতে মানতে হবে যেসব নির্দেশনা ◈ এশিয়া কাপের প্রস্তু‌তি, আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে নেদারল্যান্ডসের মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো ৪ মাস পর, মিলল ৩২ বস্তা টাকা ◈ সাবেক ভিপি নুরের জ্ঞান ফিরেছে, দোয়া চাইলেন সবার কাছে ◈ নতুন বাংলাদেশে ভিন্ন মত-পথের দমন, মবের পালন? ◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের ওপর হামলা: যা বললেন হাসনাত আব্দুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দিব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।’

তিনি আরও বলেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

উল্লেখ্য, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়