শিরোনাম
◈ ‘হে পাগলা বাবা, আমাদের দরকার ইউনুস সরকার’ ◈ জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের ◈ এশিয়া কাপ হকিতে বাংলা‌দেশ ৮-৩ গো‌লে হারা‌লো  চাই‌নিজ তাই‌পে‌কে ◈ লাঠিচার্জের সময় জাতীয় পার্টির কোনো সদস্য সেখানে ছিল না: জাপা মহাসচিব (ভিডিও) ◈ সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান: মির্জা ফখরুল ◈ যেভাবে বুঝবেন , ফোনের চার্জার আসল না নকল  ◈ নতুন ভিসা ফিতে যুক্তরাষ্ট্রে পর্যটন খাতে বড় ধাক্কার আশঙ্কা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা ◈ এশিয়া কাপের সময় প‌রিবর্তন, বাংলা‌দেশ থে‌কে দেখা যা‌বে রাত ৮টা থে‌কে ◈ নেতাকর্মীদের ওপর হামলা চালানো লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের প্রস্তু‌তি, আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে নেদারল্যান্ডসের মু‌খোমু‌খি বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে কেউ কাউ‌কে ছাড় দে‌বে না। লড়াই হ‌বে দোর্দণ্ড প্রতা‌পে। তাই সি‌রিজ জ‌য়ের ল‌ক্ষ্যে শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মু‌খোমু‌খি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। 

এই সিরিজে নিজেদের কাজটুকু ঠিকঠাক করে এশিয়া কাপে যেতে চায় বাংলাদেশ। কোচ সিমন্স তাই ভাবনা রেখেছেন সুনির্দিষ্ট গণ্ডিতে,  'চূড়ান্তে পৌঁছানোর আগে আপনাকে প্রাথমিক ধাপগুলো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ তো এর পরে আসবে। এটি একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ। আমাদের পুরো মনোযোগ এই সিরিজের দিকেই।

নেদারল্যান্ডস আইসিসি সহযোগী সদস্য দেশ। তাদের বিপক্ষে আগে পাঁচটি টি-টোয়েন্টি খেলে চারটাতেই আছে জয়। তবে সাম্প্রতিক সময়ে সহযোগী দেশগুলোর বিপক্ষে পা হড়কানোর নজির আছে বাংলাদেশের। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ, গত বছর তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে।

র‍্যাঙ্কিং ও শক্তিতে পিছিয়ে থাকা দলের কাছে হারলেও সমালোচনার ঝাঁজটাও হয় বেশি। এসব সিরিজে জিতলে খুব একটা বাহবা আসবে, হারলে হবে তুমুল সমালোচনা। তবে কোচ সিমন্স তার নিজের জায়গা থেকে এই আলোচনা প্রসঙ্গে নিলেন কৌশলী ভূমিকা,  'সমালোচনা তো থাকবেই। আমরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হারি,তাহলেও আমাদের সমালোচনা হয়। 

তাই, তালিকার নিচের দিকের কোনো দলের কাছে হারলে সেটা খারাপ কিছু নয়। কারণ, আমরা যদি সেদিন ভালো খেলতে না পারি, তাহলে আমাদের সমালোচনা প্রাপ্য। আর যদি আমরা ভালো খেলি এবং তারা আমাদের হারায়, তাহলে তাদের জয় প্রাপ্য। তাই, আমরা কার কাছে হারছি সেটা নিয়ে ভাবি না। 

আমরা কীভাবে খেলি এবং আমরা নিজেদের জন্য কী মানদণ্ড নির্ধারণ করি, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, যদি আমরা সেই মান অনুযায়ী খেলি, তাহলে আমরা জিতবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়