শিরোনাম
◈ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ (ভিডিও) ◈ ‘হে পাগলা বাবা, আমাদের দরকার ইউনুস সরকার’ ◈ জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের ◈ এশিয়া কাপ হকিতে বাংলা‌দেশ ৮-৩ গো‌লে হারা‌লো  চাই‌নিজ তাই‌পে‌কে ◈ লাঠিচার্জের সময় জাতীয় পার্টির কোনো সদস্য সেখানে ছিল না: জাপা মহাসচিব (ভিডিও) ◈ সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান: মির্জা ফখরুল ◈ যেভাবে বুঝবেন , ফোনের চার্জার আসল না নকল  ◈ নতুন ভিসা ফিতে যুক্তরাষ্ট্রে পর্যটন খাতে বড় ধাক্কার আশঙ্কা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা ◈ এশিয়া কাপের সময় প‌রিবর্তন, বাংলা‌দেশ থে‌কে দেখা যা‌বে রাত ৮টা থে‌কে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রতিটি পরিবারকে ৩ সন্তান নেয়ার আহ্বান আরএসএস প্রধানের

হিন্দুস্তান টাইমস: ভবিষ্যতে পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারে তিনটি সন্তান থাকা জরুরি। কারণ, ভারতের যা জনসংখ্যা, তাতে প্রতিটি দম্পতির গড় সন্তান সংখ্যা দুই হওয়া উচিত।

ভারতের প্রতিটি পরিবারকে তিনটি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শুক্রবার (২৯ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক ভারতীয় দম্পতির তিনটি সন্তান থাকা উচিত বলে জানান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ‘হাম দো, হামারে তিন’ বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, ভবিষ্যতে পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারে তিনটি সন্তান থাকা জরুরি। কারণ, ভারতের যা জনসংখ্যা, তাতে প্রতিটি দম্পতির গড় সন্তান সংখ্যা দুই হওয়া উচিত।

আরএসএস প্রধান বলেছেন, ‘চিকিৎসকরা আমায় বলেছেন যে ঠিক বয়সে বিয়ে করলে এবং তিন সন্তান হলে বাবা-মা ও বাচ্চা সুস্থ থাকে। যে বাড়িতে তিন ভাইবোন থাকে, তারা ইগো সামলানোর বিষয়টিও শিখে যায়। আর ভবিষ্যতে পারিবারিক জীবনে কোনওরকম ঝামেলা থাকে না। চিকিৎসকরা এটাই বলেছেন। আমাদের দেশের যা জনসংখ্যা, তাতে গড় জন্মহার ২.১ হওয়া উচিত। যা গড় হিসেবে ঠিকঠাক।’

ভারতের গড় জন্মহার ২.১ হলেও কেন প্রত্যেক দম্পতির তিন সন্তান থাকা উচিত, সেটাও ব্যাখ্যা করেছেন সঙ্ঘের প্রধান। তিনি বলেছেন, ‘(গড় জন্মহার ২.১ হলেও) আপনার কখনো ০.১ সন্তান হতে পারে না। অঙ্কে ২.১ পরিণত হয়ে ২-তে। কিন্তু জন্মের বিষয়টির ক্ষেত্রে দুইয়ের পরের সংখ্যাটা তিন হবেই।’

তবে ভারতের গড় জন্মহার ২.১ হলেও কেন প্রত্যেক দম্পতির তিন সন্তান থাকা উচিত, সেটাও ব্যাখ্যা করেছেন সঙ্ঘের প্রধান। তিনি বলেছেন, ‘(গড় জন্মহার ২.১ হলেও) আপনার কখনো ০.১ সন্তান হতে পারে না। অঙ্কে ২.১ পরিণত হয়ে ২-তে। কিন্তু জন্মের বিষয়টির ক্ষেত্রে দুইয়ের পরের সংখ্যাটা তিন হবেই।’

সেইসাথে ৭৫ বছরের বয়সসীমা নিয়ে সঙ্ঘের প্রধান দাবি করেছেন যে ‘কখনো বলিনি যে কারো অবসর নে উচিত।’ তারই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেয়ার ক্ষেত্রে বিলম্ব নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করেছেন ভাগবত।

তিনি জানিয়েছেন, আরএসএস সিদ্ধান্ত নেই না। আরএসএস যদি সিদ্ধান্ত নিতে হতো, তাহলে অনেক সময় লাগতো। বিজেপির অভ্যন্তরীণ বিষয়ের সাথে আরএসএসের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়