শিরোনাম
◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা ◈ খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনারে সমাবেশ রোববার, ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দুই ধরনের প্রস্তুতিতে এনসিপি

জুলাই ঘোষণাপত্রের দাবিতে রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে দুই ধরনের প্রস্তুতি রেখেছে দলটির হাইকমান্ড। এরইমধ্যে সরকার ঘোষণাপত্র না দিলে তারা নিজেরাই ঘোষণাপত্র দেবে। আর সরকারের পক্ষ থেকে আজ-কালের মধ্যে দিয়ে দিলে সমাবেশ থেকেই প্রতিক্রিয়া জানানো হবে। এদিন ফ্যাসিস্ট পতনের এক দফা কর্মসূচি দিবসও উদযাপন করা করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। শুরুতে শুধু ঢাকার জনশক্তির অংশগ্রহণের কথা থাকলেও দেশ গড়তে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশের নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান

বিভিন্ন মহল থেকে দাবির পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে এ ঘোষণা ৫ আগস্টের আগেই দেওয়ার দাবিতে গত কয়েকদিন রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠন। এরই মধ্যে গত ৩১ জুলাই তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়া পাঠিয়েছে সরকার। ইতোমধ্যে দলগুলো তাদের সংশোধিত মতামত সরকারকে পাঠিয়েছে। সর্বশেষ শুক্রবার (১ আগস্ট) রাতে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জানিয়েছেন ৫ আগস্টের মধ্যে আসছে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। 

দুই ধরনের প্রস্ততি এনসিপির

গত ২৯ জুন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ৩ আগস্ট কেন্দ্রীয় মিনার থেকে নিজেই ঘোষণা দেবেন।

সে অনুযায়ী গত এক মাস তারা নিজেদের রূপরেখা তৈরি করে রেখেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, ঘোষণাপত্রের খসড়া আমরাও প্রস্তুত রেখেছি। আজকালের মধ্যে সরকার ঘোষণা না দিলে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাঠ করবেন। অবশ্য এরই মধ্যে যেহেতু দুই উপদেষ্টা বলেছেন, সরকার ঘোষণাপত্র দেবে। সে বিষয়টিও আমাদের মাথায় আছে। দিয়ে দিলে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবো। শহীদ মিনার থেকেই নির্ধারণ হবে পরবর্তী কর্মপন্থা।

জাবেদ রাসিন আরও জানান, সমাবেশে স্বৈরাচার হঁটানোর এক দফা দিবস উদযাপন করা হবে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা দেবেন নাহিদ ইসলাম। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়