শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়: বিবিসি বাংলা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারত রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশটির একাধিক নিরাপত্তা কর্মকর্তা এবং সেখানে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার আগের দিন ৬ জুন ভারত পৌঁছেছেন জয়। তিনি মূলত মায়ের সঙ্গে ঈদ পালন করতে এসেছেন। তাই এই সফর অনেকটাই পারিবারিক বিষয়।

আওয়ামী লীগের নেতারা বলেছেন, জয় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশি পাসপোর্টটি রেখেছিলেন। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয়।

সম্প্রতি তিনি মার্কিন গ্রিন কার্ড হাতে পেয়েছেন। এরপর থেকেই ভারতে মায়ের সঙ্গে দেখা করতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। গ্রিন কার্ড পাওয়ার কিছুদিন পরই জয় মার্কিন পাসপোর্ট পেয়েছেন।

ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোকে উদ্ধৃত করে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, জয়ের সফর আরও কয়েকমাস পর হওয়ার কথা ছিল। তবে সেই সফর এগিয়ে আনা হয়। ৬ জুন তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে তাকে শেখ হাসিনার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

সফর এগিয়ে আনার কারণ বা কার আগ্রহে তা করা হয়, প্রতিবেদনে এ বিষয়ে কোনও আভাস দেওয়া হয়নি।

চাকরি সূত্রে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার আরেক সন্তান সায়মা ওয়াজেদ পুতুল। জয়ের এই সফরে ভাইবোনের দেখা হয়েছে কিনা, সে ব্যাপারে প্রতিবেদনে কোনও তথ্য পাওয়া যায়নি।

মাঝে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেবেন জয়। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা এবং দলের ঘনিষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবীদের সঙ্গে বৈঠক করতে সেখানে যেতে পারেন তিনি।

তবে দলের রাজনীতিতে যোগ দেওয়ার আগ্রহ জয়ের মধ্যে নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, মায়ের সঙ্গে সময় কাটানোর সময় স্বাভাবিকভাবে কিছু রাজনৈতিক আলাপ হয়েছে। তবে ভারতে থেকে গিয়ে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতি করার কোনও ইচ্ছা জয়ের মধ্যে দেখা যায়নি।

তারা আরও বলেছেন, এবারের সফরে দীর্ঘায়িত করার পরিকল্পনা জয়ের নেই। তিনি বোধহয় শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

ভারতের নিরাপত্তা কর্মকর্তারাও প্রায় একই কথা বলেছেন। তাদের দাবি, এবারের সফরে জয়ের কলকাতায় যাওয়ার পরিকল্পনা নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়