শিরোনাম
◈ ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে ◈ জীবন রক্ষাকারী পণ্য ছাড়া সব আমদানি-রপ্তানি বন্ধ, কঠোর কর্মসূচি ঘোষণা এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যেভাবে দেশ ছেড়েছেন ◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ পছন্দ হয়নি শিরোনাম : সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা কৃবি প্রশাসনের ◈ ২০ নেতার সঙ্গে দুই দফায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ-মাহফুজ গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয়: হাসনাত আবদুল্লাহ 

অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে বিএনপি। এ দাবির প্রেক্ষিতে আজ রোববার (২৫ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন, ‘এই দুজন উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবেও তারা এই সরকারে নেই।’

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছি। তাদের সম্মানহানি যেন না হয়, সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।’

এ সময় তিনি জানান, এনসিপির চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে তারা বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরছেন এবং সাধারণ মানুষের মতামত জানার চেষ্টাও করছেন।

হাসনাত বলেন, ‘সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন—এসব বিষয়ে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছি। দ্রুততম সময়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জরুরি।’

পথসভা উপলক্ষে আজ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এনসিপি। কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়