শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেন, দিলেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। তবে নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আপনারা দেখেছেন, যত সময় যাচ্ছে তত নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারপরও আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৫টায় আমাদের কর্মসূচি শেষ করছি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা ছাত্রদলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন। তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনারা অতি শিগগিরই সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হন, তাহলে আমরা (ছাত্রদল) আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। আমাদের ভাই হত্যার বিচার আমরা রাজপথে আদায় করে ছাড়বো। প্রয়োজনে যমুনা ব্লক করতে প্রস্তুত হবো।

ছাত্রদল শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা সব সময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস আমার ভাই হত্যার বিচার পাবো না সে ধরনের বাংলাদেশ আমরা চাই না। সেজন্য অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। এই ঘটনায় সরকারের সদিচ্ছার আহ্বান জানাচ্ছি। তাদের সদিচ্ছা থাকলে তদন্তে আরও গতি আসবে এবং দায়ীরা শাস্তি পাবে।

এদিকে ছাত্রদলের অবস্থান কর্মসূচি স্থগিতের পর বিকেল ৫টা থেকে শাহবাগ দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা বৃষ্টির মধ্যে স্লোগানে স্লোগানে উত্তাল করে রাখেন এই গুরুত্বপূর্ণ জায়গা। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যান চলাচল বন্ধ থাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়