শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে বিএনপির তিন নেতাকর্মী যৌথ বাহিনীর হাতে আটক

তারা হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরে ওই ব্যবসায়ী যৌথবাহিনী কাছে অভিযোগ করে।

জামালপুরে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৩), জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪৫), এবং নজরুল ইসলামের ছেলে ফরমান (৪২)।

জানা যায়, তারা হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরে ওই ব্যবসায়ী যৌথবাহিনী কাছে অভিযোগ করে। শুক্রবার দিবাগত রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

এ ব্যাপারে মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য, ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিক মো: ফয়সাল বলেন, চাঁদা দাবির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে তার আরো কোনো অপরাধের সাথে জড়িত কিনা। প্রয়োজনিয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়