শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের ঢাকার ৭টি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ৭টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী যারা, তারা হলেন- ঢাকা-১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন, ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন ও ঢাকা-১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক। খবর: যুগান্তর।

এদিকে চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই এখন মাঠে গড়াচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনি জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। এ নিয়ে পর্দার আড়ালেও নানা আলোচনা চলছে। জামায়াতে ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ইসলামি দলগুলোর সঙ্গে জোট বা সমাঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সম্পর্কের গভীরতা আছে, অগ্রগতি আছে। জোটের বিষয় নিয়ে এখনো কথা হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিএনপির সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। তরুণদের নতুন দলের সঙ্গে তো আছেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়