শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও)

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।

রাজাপুর উপজেলার গোডাউনঘাট এলাকায় বীর মুক্তযোদ্ধা শাহজাহান ওমরের বাড়ি ‘মেহজাবিনে’ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা। তখন তিনি বাসায় ছিলেন না। এর ১৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বরিশাল থেকে রাজাপুর যাওয়ার সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় শাহজাহান ওমরের গাড়ি বহরে হামলা করে জনতা।

এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শাহজাহান ওমর নিজে বাদি হয়ে মামলা দিতে গেলে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ।

দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই সেলিম রেজা জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান ওমর রাজাপুরে আসবেন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে তার বাসভবনে হামলা করে কয়েকটি জানালার গ্লাস ভেঙে ফেলে। রাতে তিনি বরিশাল শহরেই ছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে শাহজাহান ওমর ঝালকাঠির রাজাপুরে প্রবেশ করার জন্য উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছলে তার গাড়িতে ‘অতর্কিত’ হামলা চালানো হয়।

এ সময় শাহজাহান ওমরের গাড়ি ভেঙে ফেলা হয় এবং তিনি আহত হন। আহত অবস্থায় সাংগর গ্রামের পৈতৃক বাড়িতে অবস্থান নেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এরপর শাহজাহান ওমর গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের আগে শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকের বলেন, “আমি সাংগর গ্রামের পৈতৃক বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য যাচ্ছিলাম। পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে। আমিও আহত হয়েছি।

“ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ বলছে, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।”

মামলার বিষয়ে জানতে চাইলে জেলাার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১২টায় কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মীরবহর কাঠালিয়া থানায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে শাহজাহান ওমরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়