শিরোনাম
◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

শহিদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।

জানা যায়, বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মূল সড়কে উঠে স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে পাহারারত ফ্যাসিবাদ প্রতিরোধ বিরোধী মঞ্চ। তারা লাঠিসোটা নিয়ে মারধর করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে ৫ মিনিটের মধ্যে সবাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা এদিকওদিক চলে যায়।

মিছিলে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোছাইন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম আব্দুর রহিম, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, যুবনেতা গোলাম সাদমানি জনি, যুবনেতা আশরাফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তারিকুল ইসলাম, রাজিব বিশ্বাস।

এসময় ধাওয়া খেয়ে আনোয়ার, আমির, এনামুল হক প্রিন্স, শাহরিয়ার কবির বিদ্যুৎ, কপিলসহ আরও কয়েকজন আহত হন। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়