শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে হ্যাকাররা: ক্যাসপারস্কির সতর্কবার্তা

চলন্ত গাড়ির নিয়ন্ত্রণও এখন সাইবার হামলার ঝুঁকিতে। গ্লোবাল সাইবারসিকিউরিটি ও অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি জানিয়েছে, তাদের এক গবেষণায় একটি কোম্পানির গাড়িতে ভয়াবহ ত্রুটি ধরা পড়েছে। যার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে পুরো গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারত।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি জানায়, তাদের গবেষকরা ঠিকাদার প্রতিষ্ঠানের একটি অনলাইন অ্যাপ্লিকেশনে ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ খুঁজে পান। ওই দুর্বলতার কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ করা, জোর করে গিয়ার পরিবর্তন করা এমনকি চলন্ত অবস্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াও সম্ভব।

তদন্তে জানা যায়, দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ ফায়ারওয়াল সেটিং ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকায় হ্যাকাররা লগইন তথ্যসহ গুরুত্বপূর্ণ ডেটায় প্রবেশাধিকার পায়। এতে গাড়ির মূল নিয়ন্ত্রণ ব্যবস্থাও ঝুঁকিতে পড়ে।

ক্যাসপারস্কির আইসিএস সিইআরটি বিভাগের প্রধান আরতেম জিনেনকো বলেন, “গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে। একটি ছোট দুর্বলতাও পুরো নেটওয়ার্ক ও চালকের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারে।”

তিনি বলেন, “এই ঘটনাটি থেকে দেখা যায়, কোনও ঠিকাদারের সিস্টেমে একটি ছোট দুর্বলতাও কীভাবে ইন্টারনেট সংযুক্ত গাড়িগুলোকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তাই গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে, যাতে চালকদের সুরক্ষা ও প্রযুক্তির প্রতি আস্থা বজায় থাকে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়