শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ ৭২ হাজার টাকার সোনার দানা গিলে ফেলল শিশু, ৫দিন অপেক্ষার পর যা ঘটল...

শিশুদের কয়েন, মার্বেল বা বিচি জাতীয় জিনিস মুখে দেওয়া অথবা গিলে ফেলা নতুন কিছু নয়। চোখের পলকে এই ধরনের অঘটন ঘটিয়ে ফেলে অনেক শিশুই। পরে অনেককে দৌড়াতে হয় হাসপাতালে, আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে তা মলের সঙ্গে বের হয়ে আসে গিলে ফেলা বস্তু। 

একইরকমভাবে সম্প্রতি সোনার এক বিচি (গোল্ড বিন) গিলে ফেলে চীনের ১১ বছর বয়সী এক শিশু; যার বাজারমূল্য ১০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭২ হাজার ২৫ টাকা)।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের কুনশানের বাসিন্দা জি গত ১৭ অক্টোবর ১০ গ্রামের একটি সোনার বিচি কেনেন। কয়েক দিন পর ২২ অক্টোবর তার ছেলে সোনার বিচিটি হাতে পেয়ে খেলতে খেলতে হঠাৎ গিলে ফেলে।

এ সময় জি বারান্দায় কাপড় ধুচ্ছিলেন। তার ছেলে আতঙ্কিত হয়ে ছুটে এসে জানায়, সে গোল্ড বিনটি গিলে ফেলেছে। তার ভয় হচ্ছে, সে এখন মারা যাবে!

জিকে তার ছেলে আরও জানায়, জিব দিয়ে স্বাদ পরীক্ষা করতে গিয়ে সোনার দানাটি গিলে ফেলেছে সে। প্রথমে জি ভেবেছিলেন, ছেলে মজা করছে। কিন্তু, পরে দেখেন সোনার বিচিটি সত্যিই নেই। তখন খুব চিন্তায় পড়ে যান তিনি। কারণ, বিচিটি অনেক দামি।

জির তখন মনে পড়ে, তার ভাগনিও একবার একটি কয়েন গিলে ফেলেছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেছিলেন, এটি গুরুতর কিছু নয়। মলের সঙ্গে বের হয়ে যাবে।

জি মাথা ঠান্ডা করে ভাবতে থাকেন কী করা যায়! ইন্টারনেটে খোঁজাখুঁজি করে তিনি দেখেন, সোনার জিনিসও একইভাবে মলের সঙ্গে বেরিয়ে যেতে পারে।

এরপর জি তার ছেলেকে চোখে চোখে রাখতে থাকেন হারানো এই মূল্যবান সম্পদ উদ্ধারের আশায়। ছেলেকে সতর্ক করতে থাকেন বাইরে বা টয়লেটে মলত্যাগ না করে ঘরে নির্ধারিত স্থানে করতে। কারণ, মলের সঙ্গে সোনার দানাটি বের হয়ে আসবে। এমনভাবে কেটে যায় পাঁচদিন; কিন্তু সোনার বিচিটি আর বের হয় না!

পরে গত ২৬ অক্টোবর ছেলেকে কুনশান ফিফথ পিপলস হাসপাতালে নিয়ে যান জি। পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন, শিশুটির পেটে একটি বস্তু রয়েছে। তবে, শিশুটির কোনো ব্যথা বা বমির লক্ষণ ছিল না।

পরে সেদিন সন্ধ্যায় সোনার বিচিটি নিরাপদে বের করা হয় শিশুটির পেট থেকে। তবে এটি স্বাভাবিকভাবে মলত্যাগ করিয়ে বের করা হয়েছে নাকি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে, তা জানা যায়নি। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়