শিরোনাম
◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিনাকী ভট্টাচার্যের ভিডিও বাংলাদেশে বন্ধ কেন?

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের একটি ভিডিও কনটেন্ট বুধবার রাতে বাংলাদেশে সাময়িকভাবে ব্লক করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে পিনাকী দাবি করেন, “আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে। শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেনি, অথচ এই সরকার তা বন্ধ করল।” তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি কেন ব্লক করা হয়েছিল তা জানতে পিনাকী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ভিডিও ব্লকের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না। রাতেই ভিডিওটি ব্লকলিস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। তবে পিনাকীর দাবি, “যতক্ষণই ব্লক থাকুক না কেন, এ ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত।”

২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আলোচনায় আসেন পিনাকী ভট্টাচার্য। এরপর রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ২০১৯ সালের জানুয়ারিতে দেশ ছেড়ে প্রথমে ব্যাংকক, পরে ফ্রান্সে চলে যান। বর্তমানে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে থেকে পিএইচডি করছেন।

পিনাকী আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে ১৯টি বই লিখেছেন। একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি ইউটিউব, ফেসবুক ও এক্সে (টুইটার) সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার পক্ষেও অনলাইনে সরব ছিলেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়