জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে রয়েছেন। পেশাগত জীবনের অংশ হিসেবেই তিনি সেখানে অবস্থান করছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগামী কিছুদিন পর আবারও তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে সূত্রটি।
সদস্য মেয়াদ শেষ হওয়া কমিশনের একটি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। কমিশনের মেয়াদ শেষ হওয়া এবং সরকারি অন্য কোনও কাজে যুক্ত না থাকায় সদস্যরা নিজ-নিজ পেশায় ফিরে গেছেন।
প্রসঙ্গত, কমিশনের কয়েকজন সদস্যের মতো আলী রীয়াজও বেতনভূক্ত ছিলেন না।
সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকাত্যাগ করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি যুক্তরাষ্ট্রে নিজ আবাস্থলে রয়েছেন।
অধ্যাপক আলী রীয়াজ একজন রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় ঐকমত্য কমিশনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অধ্যাপক রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) হিসেবে আছেন। তিনি বর্তমানে ছুটিতে আছেন।
সরকারি দায়িত্ব শেষ হলেও ছুটি বা সুযোগ থাকলে কিছুদিন পর আবারও দেশে আসবেন আলী রীয়াজ।
এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের মন্তব্য নেওয়ার সুযোগ হয়নি।