শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে রয়েছেন। পেশাগত জীবনের অংশ হিসেবেই তিনি সেখানে অবস্থান করছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগামী কিছুদিন পর আবারও তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে সূত্রটি।

সদস্য মেয়াদ শেষ হওয়া কমিশনের একটি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। কমিশনের মেয়াদ শেষ হওয়া এবং সরকারি অন্য কোনও কাজে যুক্ত না থাকায় সদস্যরা নিজ-নিজ পেশায় ফিরে গেছেন।

প্রসঙ্গত, কমিশনের কয়েকজন সদস্যের মতো আলী রীয়াজও বেতনভূক্ত ছিলেন না।

সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকাত্যাগ করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি যুক্তরাষ্ট্রে নিজ আবাস্থলে রয়েছেন।

অধ্যাপক আলী রীয়াজ একজন রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় ঐকমত্য কমিশনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) হিসেবে আছেন। তিনি বর্তমানে ছুটিতে আছেন।

সরকারি দায়িত্ব শেষ হলেও ছুটি বা সুযোগ থাকলে কিছুদিন পর আবারও দেশে আসবেন আলী রীয়াজ। 

এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের মন্তব্য নেওয়ার সুযোগ হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়