শিরোনাম
◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার ◈ ভা‌স্কো দা গামার কা‌ছে সা‌ন্তোস ৬ গোল খাওয়ায় কোচ বরখাস্ত, নেইমার বললেন, আমি লজ্জিত ◈ বিপিএলে দুর্নীতি ঠেকাতে আসা কে এই অ‌্যা‌লেক্স মার্শাল? ◈ আ‌কিব জা‌ভেদ বল‌লেন, বাবর ও রেজওয়ান ছাড়াই পা‌কিস্তান এ‌শিয়া কা‌পে ভার‌তকে হারা‌বে ◈ সেই আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন ◈ সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অনুমোদন মিললেই ঘোষণা ◈ ইসরাইলের বাজান তেল রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ ◈ সাবেক সংসদ সদস্য অপু গ্রেফতার ◈ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে ◈ মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৬ আগস্ট) দিনগত মধ্যরাত থেকেই এমন আলোচনা দেশজুড়ে। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মন্ত্রণালয়।

তবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকারি দপ্তরে পোট্রেট (ছবি) ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তবে ছবি সরিয়ে ফেলতে কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৭ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছেন। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি।

তিনি আরও লেখেন, তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধারে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়