শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মানতে এক মাসের আলটিমেটাম, না মানলে কর্মবিরতি ও অবস্থান ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিলো ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। তাতেও দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।’

দেলাওয়ার হোসেন জানান, মন্ত্রণালয় এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বাড়ানোর জন্য ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তবে সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

তিনি আরও বলেন, ‘বাড়িভাড়া ২০ শতাংশ বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। আমরা বাড়িভাড়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। দাবিগুলো পূরণে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার না পাঠানো হলে আমরা নতুন কর্মসূচিতে যাব।’

এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়